নড়াইলে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫-জন আহত

0
372

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় আওয়ামীলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত উভয় গ্রুপের ১৫জন আহত হয়েছে। সোমবার বিকালে পুরুলিয়া ইউনিয়নের নওয়াগ্রাম গ্রামের ইকরামের দোকানের সামনে এ সংঘষের ঘটনা ঘটে।আহতদের কালিয়ায় পরে খূলনা মেডিকেল কলেজ হাসপাতাতে ভর্তি করা হয়েছে।এঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। জানা যায়,উপজেলার পুরুলিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আমিরুল হক মনি ও সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ এর মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব ফ্যাসাদ চলে আসছে।এরই জের ধরে সোমবার রাতে প্রতিপক্ষ হারুন গ্রুপের সমর্থক নওয়াগ্রামের বাসিন্দা বকতিয়ার,সুমন,শামীম,নান্নু সহ ৮-১০জন নওয়াগ্রাম গ্রামের ইকরামের দোকানের সামনে মহর মোল্যার ছেলে আজমীর মোল্যাকে (৩০) ঘিরে ধরে তাকে কোপিয়ে ও পিটিয়ে ডান পা ডান হাত ও শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম করে। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে তখন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।সংঘর্ষে আহত হন, মাহবুব মোল্যা(৩২),রমজান মোল্যা(৪৫),বুলূ সরদার(৪০),ইমাই শেখ(৪০), বাধন মোল্যা(২০),দীপু মোল্যা(২০),খায়রুল (৪৫),হাসমত মোল্যা(৪৬), রব শেখ (৪০),বকতিয়ার শেখ(৩৫)সহ ১৫জন।আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। নড়াইলের কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শমসের আলী, আমাদের জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, সংঘর্ষ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া জায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here