নড়াইলে আইনজীবির বাড়ি দখল চেষ্টার অভিযোগ,থানায় জিডি

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় এক আইনজীবির বাগানবাড়ি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পাখিমারা গ্রামের বাড়িটি দখল করতে প্রতিপক্ষের লোকজন ওই বাড়ির সীমানা প্রাচীরের প্লার ভেঙ্গে ফেলেছে বলেও অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড.জেসমিন নাহারের ভাই মোল্যা বশিরুল আলম উপজেলার নড়াগাতি থানায় জিডি করেন। প্রতিপক্ষের পরবর্তী হামলার আশংকা ও বাড়িটি রক্ষার জন্য তিনি গত তিন দিন ধরে বিভিন্ন মহলে ধর্ণা দিচ্ছেন বলে সাংবাদিকদের জানান। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, অ্যাড.জেসমিন নাহার অভিযোগ করে বলেন, উপজেলার পাখিমারা মৌজার ৫৯১, ৫৩৭ ও ৫৩৮ নম্বর দাগের ১০৬ শতক জমির ওপর অবস্থিত তার পৈত্রিক বাড়িতে তিনি তার ভাইকে নিয়ে বসবাস করেন।একই গ্রামের মৃত লোকমান সরদারের ছেলে হুমায়ুন সরদারের সঙ্গে জমিটি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। ইতিমধ্যে তারা ৩টি মামলা করে আদালতের রায়ে পরাজিত হয়েছেন। এরপর বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ৮ টার দিকে হুমায়ুন ও তার ভাই মামুন সরদার জেসমিন নাহার ও তার ভাইয়ের বাগান বাড়ির সীমানা প্রাচীরের প্লার ভেঙ্গে তাদের ওপর হামলা চালিয়ে বাড়িটির দখল নেয়ার চেষ্টা চালিয়েছে বলে শনিবার দুপুরে তিনি স্থানীয় সাংবাদিকদের নিকট অভিযোগ করেন। তিনি অভিযোগ করে আরও বলেন,ওই ঘটনায় তার ভাই বশির থানায় জিডি করায় প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন। যে কারণে গত তিন দিন যাবৎ তিনি ও তার পরিবারের লোকজন প্রতিপক্ষের হামলার হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ প্রসঙ্গে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো.আলমগীর কবির, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, বলেন,‘বিষয়টি সম্পর্কে অবগত আছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here