নড়াইলে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-১

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফেনসিডিল বহনকালে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আবির হোসেন (১৮)। সে সাতক্ষীরা জেলার ভোমরা গয়েশ্বর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। জানা গেছে, সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবির নড়াইলে ফেনসিডিল বিক্রির উদ্দেশ্যে অভিনব কায়দায় (৫ লিটারের ড্রাম ভর্তি করে) নড়াইলের হাতির বাগান এলাকায় গাড়ি থেকে নামে। এ সময় আবির ওই ড্রামে ফেনসিডিল বহন করছে মর্মে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের নিকট একটি গোপন সংবাদ আসে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক আশিকুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সাথে নিয়ে নিয়মিত গাড়ি তল্লাশি করার মতো আবিরকে সন্দেহ হলে ড্রামে কি আছে তা জানতে চায়। এ সময় সে জানায় ওই ড্রামে মধু রয়েছে। পরে ডিবি পুলিশ ড্রামের মধু পরখ করে দেখতে পায় সেখানে মধুর বদলে ফেনসিডিল রয়েছে। ফেনসিডিলসহ আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে জানায়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, নড়াইলে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলার কারণে নড়াইল জেলা এখন প্রায় মাদকশূন্য। এই সুযোগে পার্শ্ববর্তী জেলার কিছু মাদক ব্যবসায়ী লোকচক্ষুর অন্তরালে নড়াইল জেলায় মাদকের অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here