নড়াইলের হবখালী ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং ডে পালিত

0
414

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদর উপজেলাধীন হবখালী ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ২৩ জুলাই (সোমবার) দুপুর ১২ টায় জেলা পুলিশ নড়াইলের উদ্যোগে হবখালী ইউনিয়ন পরিষদের সভা কক্ষে পুলিশিং ডে পালিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবখালী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম , জেলা পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানা, সহকারী উপ-পরিদর্শক আজমল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে মাদক, জঙ্গী, সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আলাপ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম । তিনি বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ ব্যাধি। এই ব্যধি সমাজের কোন মানুষকেই সুস্থ রাখছে না। শুধু মাদক নয় জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধেও আমাদের কাজ করে যেতে হবে। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব সমাজ থেকে মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূল করার। এ সময় আরো বক্তব্য রাখেন এস.আই মাসুদ রানা। তিনি বলেন, শুধু পুলিশ কোনভাবেই কোন অপরাধকে দমন করতে পারে না। এজন্য প্রয়োজন সাধারণ জনগনের সহায়তা। আমরা নড়াইল জেলা পুলিশ মাদক, জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। শুধু পুলিশ নয় আমাদের সহযোগিতা করছেন নড়াইলের বিভিন্ন অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি পুলিশ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here