নড়াইলের সেই বৃদ্ধাকে দেখতে আবারও হাসপাতালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

0
262

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের ভরন পোষন দিতে অস্বিকার করে রাতের বেলায় বৃদ্ধামাকে রাস্তায় রেখে যাওয়া সেই বৃদ্ধাকে দেখতে এবং তার খোজ-খবর নিতে আবারও নড়াইল সদর হাসপাতালে গিয়েছেন জেলা প্রশাসক আনজুমান আরা বেগম ও পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন পিপিএম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, ১৮ অক্টোবর (বৃহঃস্পতিবার) বেলা ১২ টার দিকে হাসপাতালে ভর্তি থাকা বৃদ্ধার চিকিৎসার খবর নিতে সদর হাসপাতলে যান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশীদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ জসিমউদ্দিন, সিভিল সার্জন মুন্সি আসাদুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার আ ফ ম মশিউর রহমান বাবু প্রমুখ। উল্লেখ্য,২৬ সেপ্টেম্বর রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ি গ্রামের ৫ সন্তানের জননী ৮৬ বছরের বৃদ্ধা ফুজলী বেগমকে (৮৬) ভরন-পোষন দিতে অস্বিকার করে তার ছেলেরা রাতের বেলায় বাশঁ ঝাড়ের নিচে রাস্তার উপর ফেলে রেখে আসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। বিষয়টি বিভিন্ন মিডিয়ায় আসলে স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে বৃদ্ধার সমস্ত দ্বায়িত্ব নেন নড়াইল পুলিশ। বর্তমানে এই বৃদ্ধা মা জননী পুলিশের সহযোগিতায় (আর্থিক) নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিন।.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here