নড়াইলের পুলিশ সুপারের উদ্যোগে প্রতিষ্ঠিত মৎস্য অ্যাকুরিয়াম পরিদর্শন কালে অতিরিক্ত আইজিপি,আমরা শান্তিপূর্ণ ভাবে জাতীয় নির্বাচন শেষ করতে চাই

0
230

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত আজ ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম’ পরিদর্শন করেন তিনি।  অতিরিক্ত আইজিপি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মোখলেসুর রহমান বিপিএম (বার) বলেছেন, আমরা চাই শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচন সম্পন্ন করতে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, দেশে শান্তি বজায় রাখার জন্য যত ধরণের পদক্ষেপ নেয়া দরকার, যথা সময়ে আমরা সব পদক্ষেপ নিবো। আমরা সেই ধরণের পদক্ষেপ নিতে সক্ষম আছি ও পারঙ্গম আছি বলে দৃঢ় বিশ্বাস করি। নড়াইল জেলা পুলিশের বার্ষিক পরিদর্শনকালে দুপুরে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অতিরিক্ত আইজিপি আরো বলেন, জঙ্গিবাদ, নাশকতা সন্ত্রাস ও মাদক, নিয়ে সকল শ্রেণীপেশার মানুষের এক ধরণের উদ্বেগ রয়েছে। জঙ্গিবাদ একটি বৈষয়িক প্রক্রিয়া, এটি বাংলাদেশে এক সময়ে মাথাচড়া দিয়ে উঠার উপক্রম হয়েছিল, যেটিকে আমরা যথাযথভাবে দমন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ এখন শান্তিপূর্ণ অবস্থানে বিরাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) হাবিবুর রহমান (বিপিএম) নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আহম্মেদ, নড়াইলের নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, ওসি (তদন্ত) রজব আলী, প্রমুখ। এদিকে জঙ্গিবাদ, নাশকতা সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে মোখলেসুর রহমান বলেন, এ অভিযান একটি চলমান প্রক্রিয়া। এর করাল থাবা জাতিকে গ্রাস করতে যাচ্ছিল। এটি বন্ধ করার জন্য পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। মাদককে আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করব, নির্মূল করব। এ দেশের কোনো মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় মাদককে গ্রহণ করেন না, গ্রহণ করতে চান না। এর আগে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম)’র উদ্যোগে প্রতিষ্ঠিত ‘পুলিশ মৎস্য অ্যাকুরিয়াম’ পরিদর্শন করেন তিনি। এদিকে দু’দিনের পরিদর্শনকালে আজ দুপুরে নড়াইলের আমের চারা রোপন এবং বকুলতলা চা চত্বর উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here