নড়াইলের লোহাগড়া পূজা উদ্যাপন পরিষদের নবগঠিত কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন

0
472

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: পূজা উদ্যাপন পরিষদের প্রহসন ও চক্রান্তমূলক নবগঠিত কমিটি বাতিলের দাবীতে নড়াইলের জয়পুর পরশমনি মহাশ্মশান মন্দিরে লিখিত সংবাদ সম্মেলন করেছেন, সনাতন ধর্মালম্বির সংখ্যাগরিষ্ঠ নেতৃবৃন্দরা। নড়াইলের লোহাগড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি (পুরাতন) বালা কমল কৃষ্ণসহ অন্যান্য নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে বলেন, কমিটির সাধারন সম্পাদক সুবোধ কুমার কুন্ড, বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, নড়াইল জেলা প্রশাসক, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, নড়াইলের লোহাগড়া থানা ও জেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতির নিকট সভার পূর্বে লিখিতভাবে জানান যে,ওই তারিখে সভা হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। লিখিতকে উপেক্ষা করে জেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস এবং পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, গঠনতন্ত্র পরিপন্থিভাবে সম্পুর্ন উদ্দেশ্য প্রনোদিত হয়ে গত ১৪ জুলাই নড়াইলের লোহাগড়া পূজা উদ্যাপন পরিষদ গঠন সংক্রান্ত এক জরুরি সভা আহবান করেন। রোববার (২০আগষ্ট) সকালে লোহাগড়ার হিন্দু সম্প্রদায়ের তৃনমুলের মতামতকে উপেক্ষা করে তাদের পছন্দমত লোকদের সভাপতি ও সম্পাদক নির্বাচন করার লক্ষ্যে ওই দিনে সভা করেন। এবং চলমান কমিটি বিলুপ্ত করে ২ আগষ্ট নড়াইল বসে পর্দার আড়ালে নতুন কমিটির প্রবীর কুমার কুন্ডুকে সভাপতি ও পরীক্ষিত শিকদারকে সাধারণ সম্পাদক ঘোষনা করে পরিপত্র জারি করেন। লোহাগড়া পূজা উদ্জযাপন কমিটি (পুরাতন) ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের কাউন্সিলর এবং স্থানীয় সুধিসমাজ উক্ত কমিটি ঘৃনাভরে প্রত্যাখান করে তৃনমুলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করার আহব্বান জানান। বালা কমল কৃষ্ণ লিখিত বক্তব্যে আরো বলেন সুবাস চন্দ্র বোস ও অশোক কুমার কুন্ডু, উভয় বর্নবিদ্বেষী। তারা ক্ষমতার দাপটে হিন্দু সম্প্রদায়কে বিভাজন করে বিতর্কের সৃষ্টি করেছেন। নতুন কমিটি বাতিল না হলে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here