নড়াইলের মাশরাফির মতো ভালো খেলোয়াড় হতে হলে তরুণদের মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী চিন্তা-চেতনা করা যাবে না!

0
306

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: সুপার হিসাবে মাশরাফির জেলায় এসে আমি আনন্দিত ও অনুপ্রাণিত। আমি মাশরাফির ভক্ত। মাশরাফির মতো ভালো খেলোয়াড় হতে হলে তরুণদের কঠোর অনুশীলন ও অধ্যবসায় করতে হবে। কখনো মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা-ের চিন্তা-চেতনা করা যাবে না। মাশরাফির মতো দেশপ্রেমিক ও সৃজনশীল চেতনার মানুষ হতে হবে।’ শুক্রবার (২৭ এপ্রিল) বিকালে নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আয়োজনে “নড়াইল জেলার তৃণমূল থেকে বাছাইকৃত মেধাবী খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প-২০১৮” এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে খেলোয়াড়দের উদ্দেশ্যে এসব কথা বলেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে গড়ে ওঠা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর উদ্যোগে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার, ফুটবলার ও ভলিবল খেলোয়াড় তৈরির জন্য সম্প্রতি বাছাই কার্যক্রম শেষ হয়। বাছাইকৃত ৮৩ জন ক্ষুদে ক্রিকেটার, ৭৮ ফুটবলার ও ৬০ জন ভলিবল খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে প্রতিভাবান প্রশিক্ষণ ক্যাম্প। শুক্রবার বিকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর সভাপতি মাশরাফি বিন মর্তুজা। এখান থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবলে ২৫ জন করে খেলোয়াড় চূড়ান্ত করে তাদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে খেলোয়াড় তৈরি করা হবে। এ অনুষ্ঠানে মাশরাফি বলেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জেলাকে (নড়াইল) আরো এগিয়ে নিতে চাই। এজন্য নেতিবাচক মনোভাব পরিহার করে সকলের সহযোগিতা কামনা করছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মুক্তিযোদ্ধা এসএ মতিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সহ-সভাপতি শামীমূল ইসলাম টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী বশিরুল হক, কোষাধ্যক্ষ মীর্জা নজরুল ইসলাম, এম এম কামরুল আলম প্রমুখ। জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী প্রতিভাবান খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ‘কৌতুহলবশত কখনোই মাদক স্পর্শ করা যাবে না। অনুশীলনের মাধ্যমে ভালো খেলোয়াড় হওয়ার মানসিকতা থাকতে হবে। মেধাবী খেলোয়াড় তৈরি সহ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা করা হবে।’ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, নড়াইলের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে মাশরাফির নেতৃত্বে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে ২০ ডিসেম্বর মাশরাফিকে এ ফাউন্ডেশনের চেয়ারম্যান করা হয়। ফাউন্ডেশনটি নড়াইলের স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি, উন্নত নাগরিক সুবিধা, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, সাংস্কৃতিক কর্মকা- বৃদ্ধি এবং খেলাধুলার আয়োজন, আকর্ষণীয় পর্যটন এলাকা, আইসিটিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের সাথে সম্পৃক্ত রয়েছে। এদিকে, গত বছরের ২০ ডিসেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে ২০০০ সিসির টয়োটা হাইয়েস ব্রান্ডের এসি অ্যাম্বুলেন্স প্রদান করেন মাশরাফি। অ্যাম্বুলেন্সটি কম খরচে সুবিধা বঞ্চিত মানুষসহ নড়াইলবাসীর স্বাস্থ্যসেবায় কাজ করে যাচ্ছে। এদিকে গত ২৩ ফেব্রুয়ারি নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের সাহায্যার্থে কনসার্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে বাছাইকৃত ৮৩ জন ক্ষুদে ক্রিকেটার, ৭৮ ফুটবলার ও ৬০ জন ভলিবল খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে প্রতিভাবান প্রশিক্ষণ ক্যাম্প। শুক্রবার বিকালে এ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এর সভাপতি মাশরাফি বিন মর্তুজা।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here