নড়াইলের বিভিন্ন স্থান এবারো শীতের পরিযায়ী পাখির কলতানে মুখর

0
917

 

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইলের বিভিন্ন স্থান এবারো শীতে পরিযায়ী পাখির কলতানে মুখর। এসব পাখি দেখতে একই সঙ্গে বাড়ছে বিভিন্ন পাখির সংখ্যা। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে, সরেজমিন দেখা যায়, পুরো এলাকাজুড়ে রয়েছে দেশী বক, পানকৌড়ি, শালিখ, টিয়া, দোয়েল, ময়না, মাছরাঙা, ঘুঘু, শ্যামা, কোকিল, টুনটুনি, চড়ুইসহ নানা প্রজাতির পরিযায়ী পাখি। তাদের কলতানে মুখর হয়ে উঠেছে পুরো গ্রাম। আর এসব পাখি দেখতেই প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে অসংখ্য পাখিপ্রেমী ও। এখানে প্রজননের সুযোগ থাকায় ক্রমান্বয়ে পাখির সংখ্যা বাড়ছে। পাখির এ অভয়ারণ্যের অনুকরণে দেশের অন্য স্থানেও কৃষি পর্যটনকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন। থেকে পাখি দেখতে আসা, ‘কৃষি ও প্রকৃতি যে এক সুতোয় বাঁধা, তার অনন্য নিদর্শন এ পার্ক। এখানে শুধু পাখিই নয়, পাখিদের বাসস্থান হিসেবে রয়েছে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ। রয়েছে একটি অসাধারণ প্রাকৃতিক লেক। নড়াইলের বিভিন্ন  স্থানীয়রা এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, শীত ছাড়াও প্রায় বছর জুড়েই এখানে ভিড় লেগে থাকে। এখন পানিপাড়ার অর্থনৈতিক অবস্থারও ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে এখনো যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন হয়নি। নড়াইলের মধুমতি নদীর বড়ফা ফেরিঘাট এলাকায় একটি সেতু নির্মাণ তাদের দীর্ঘদিনের দাবি। সংশ্লিষ্টরা জানান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here