নড়াইলের বিপুল পরিমাণ রামদা ঢাল লাঠিসোটা সদর সার্কেলে জমা

0
725

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: জেলার পারমল্লিকপুর গ্রামে বিবাদমান দু’পক্ষের বিবাদ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে শান্তিসভা অনুষ্ঠিত হয়েছে। পারমল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে ওই গ্রামের বিবাদমান দুটি পক্ষ ১০টি ঢাল, ৪০টি সুড়কি, একটি কাতরা, দুইটি রামদাসহ বিপুল পরিমাণ লাঠিসোটা পুলিশের নিকট জমা দেন। শুক্রবার প্রসঙ্গত, নড়াইলের পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৫ সালের ১৬ আগস্ট সকালে দু’পক্ষের সংঘর্ষে নূর ইসলাম মৃধা (৪৬) ও তার চাচাতো ভাই ইকবাল হোসেন মৃধা (৩৫)নিহত হয়। এ ঘটনায় নিহত নূর ইসলাম মৃধার স্ত্রী রুকসানা বেগম বাদী হয়ে ৪৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকেই ওই গ্রামে বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট, মারধরসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছিল।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here