নড়াইলের প্রতিটি পরতে পরতে স্বাধীনতা উৎসবের আমেজ

0
306
Exif_JPEG_420

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: স্বাধীনতা দিবসের আমেজ চলছে নড়াইলের প্রতিটি পরতে পরতে। মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ৪৭তম স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে এবার নড়াইলে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে এবারের মহান স্বাধীনতা দিবস। কর্মসূচির মধ্যে পুষ্পমাল্য অর্পণ, তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। সোমবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং নড়াইল পুলিশ লাইনে নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএমের উপস্থিতিতে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মোল্যা (বাগডাঙ্গা), দৈনিক ভোরের বাংলা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, একই পত্রিকার বার্তা সম্পাদক মোঃ হাবিবুর রহমান শাওন, বিজয় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি জিয়াউর রহমান জামী, চ্যানেল নাইন ও বাংলা নিউজ টুয়েন্টি ফোরের নড়াইল জেলা প্রতিনিধি ইমরান হোসেন, প্রতিদিনের কণ্ঠের বুলু দাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকা হয়। এ উপলক্ষে সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় ছালাম গ্রহণ করেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও নড়াইলের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। এসময় স্টেডিয়ামে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও শহীদ পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল-জেলখানায় উন্নত খাবার পরিবেশন, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও নড়াইল পৌরসভা বিভিন্ন কর্মসূচি পালন করছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here