নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন এর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গি সন্ত্রাস ও মাদক, বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
318

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:“মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে থাকি, সুন্দর জীবন গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের মাকড়াইল মাধ্যমিক বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দূরীকরণের লক্ষ্যে নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর উদ্যোগে এ মতবিনিময় সভার কার্যক্রম পরিচালিত হয়। বুধবার (৯ মে) সকাল ১০টায় নড়াইলের মাকড়াইল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নড়াইলের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতির কর্ণধর। কারণ এই শিক্ষার্থীরা এক সময় হয়তো দেশ শাসন করবে নতুবা প্রশাসনিক বিষয়ে খবরদারি করবে নতুবা অন্য কোনো পেশায় নিজেকে আত্মনিয়োগ করবে। ছাত্রজীবন হচ্ছে তপস্যা এবং অধ্যাবসায়ের সময়। এ সময় একজন ছাত্র নিজের মনুষ্যত্ব ও বিবেকবোধকে জাগ্রত করে তুলতে পারে। কাজেই ছাত্রজীবনের মূল্যবান সময় নষ্ট করে মাদক, জঙ্গি ও সন্ত্রাসের মতো গুরুতর অপরাধে নিজেদেরকে না জড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানান। এ ছাড়াও অভিভাবকদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম আরও বলেন, অভিভাবকদের উচিৎ তাদের ছেলেমেয়েদের নজরদারিতে রাখা। তাদেরকে সুষ্ঠ শিক্ষা ও কাউন্সেলিং এর মাধ্যমে মাদক, জঙ্গি ও সন্ত্রাস থেকে দূরে রাখা সম্ভব। এছাড়াও খেলাধুলা করলেও এগুলোর প্রতি আসক্ত কমে বলেও তিনি মনে করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here