নড়াইলের পুলিশ সুপার এর উদ্যোগে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
398

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জেলা পুলিশের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম এর) উদ্যোগে¡ বুধবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় নড়াইল জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে কম্বল বিতরণ করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দীন, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত, সাংগঠনিক সম্পাদক, বুলু দাস, ও সকল সদস্যবৃন্দ।সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। কম্বল বিতরণকালে পুলশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম সচ্ছল মানুষের উদ্দেশ্যে বলেন, যারা ছিন্নমুল শীতে কষ্ট পায় তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। যে যার স্থান থেকে সাধ্যমতো এই শীতে কাবু হওয়া মানুষদের সহায়তা করা নৈতিক দায়িত্ব। জেলা পুলিশ দেশের মানুষের বন্ধু হয়ে তাদের সুখ-দুঃখে কাজ করে চলেছে। এ সময় পুলিশ সুপারের সহধর্মিনী ও পুনাকের সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি বলেন, তীব্র শীতে অসচ্ছ্বল মানুষগুলোর শীত নিবারণের জন্য আমাদের এই ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেই সাথে বিত্তবানরাও যাতে এ ধরনের মহতী কাজে এগিয়ে আসে সে লক্ষেও তিনি উদাত্ত আহ্বান জানান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here