নড়াইলের পুলিশ সুপারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার-২

0
315

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের নড়াগাতি থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমান ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো নড়াইল জেলার বাঐসোনা গ্রামের আতিয়ার রহমানের ছেলে তারেকুজ্জামান তারেক (৩৫) ও ডুমুরদিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা (২২)। জানা গেছে, বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে নড়াইলের নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে নড়াইলের বাঐসোনা এলাকা থেকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি রামদা ও ১টি ছোরাসহ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করে নড়াইলের নড়াগাতি থানা পুলিশের চৌকশ টিমের সদস্যরা। এ প্রসঙ্গে নড়াইলের নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান,বাঐসোনা এলাকায় দেশীয় অস্ত্র ও ইয়াবা বিক্রি হচ্ছে বলে এসপি স্যারের কাছে গোপন খবর আসে। সঙ্গে সঙ্গে তিনি আমাকে ব্যাপারটি সম্পর্কে অবহিত করেন। আমি বিলম্ব না করে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, আমি একটি গোপন সূত্রের মাধ্যমে ওই এলাকায় মাদক ও অস্ত্র বেচাকেনার খবর পাই। তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানার ওসিকে অবগত করলে তিনি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। এছাড়াও এ ধরনের গোপন সংবাদ পুলিশ সুপারকে জানানোর জন্য উদাত্ত আহ্বান জানান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here