নড়াইলের পুলিশ সুপারের আতিথেয়তায় ও পুলিশের বিভিন্ন ইউনিট মুগ্ধ অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বিপিএম বার

0
264

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পরিদর্শনে এসে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এডমিন অ্যান্ড অপারেশনস) মোখলেসুর রহমান বিপিএম (বার)। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, মঙ্গলবার (১৭ জুলাই) বেলা দেড়টায় নড়াইল সার্কিট হাউজে পৌঁছান অতিরিক্ত আইজিপি। তাঁকে সাদর সম্ভাষণ জানাতে সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখার সদস্যবৃন্দ, নড়াইল জেলা বিশেষ শাখার সদস্যবৃন্দসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সার্কিট হাউজে অতিরিক্ত আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় নড়াইলে কর্মরত পুলিশ সদস্যদের নিকট থেকে তিনি সালামি গ্রহণ করেন। সালামি শেষে তিনি পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে পুলিশ সুপারের মৎস্য প্রকল্প দেখে তিনি বিষয়টি সম্পর্কে পুলিশ সুপারের নিকট থেকে খোঁজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ ধরনের মহৎ উদ্যোগ গ্রহণের জন্য তিনি পুলিশ সুপারকে ধন্যবাদও জ্ঞাপন করেন। সেই সাথে এ ধরনের মহতী কাজে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য পুলিশ সুপারকে নির্দেশনাও প্রদান করেন। পুলিশ সুপারের দপ্তরে পৌঁছে তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা ও পুলিশ সদস্যদের সাথে মতবিনিময়ের মাধ্যমে নড়াইল জেলা পুলিশের ভাবমূর্তি সম্পর্কে ধারণা গ্রহণ করেন। এরপর জেলার অন্যান্য থানায়ও অতিরিক্ত আইজিপি’র পরিদর্শন করার কথা রয়েছে এবং রাতে পুলিশ সুপারের আমন্ত্রণে নৈশ ভোজে অংশগ্রহণপূর্বক সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। নড়াইলের পুলিশ সুপারের আন্তরিকতা ও আতিথেয়তায় তিনি খুবই সন্তুষ্ট বলে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়ের নিকট একান্ত সাক্ষাৎকারে জানান। তিনি আরও বলেন, নড়াইলের বর্তমান পুলিশ সুপার নড়াইলে যোগদানের পর অপরাধ দমনে অনেক কার্যকর ভূমিকা রেখেছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখতে নড়াইল পুলিশকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানান। এসময় নড়াইল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নড়াইল জেলা পুলিশের সকল ইউনিটের সদস্যবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপোষ নয়। মাদক দমনে অন্যান্য জেলার পাশাপাশি নড়াইল জেলার ভূমিকা অগ্রগণ্য থাকতে হবে। এছাড়াও মাদকসেবী বা ব্যবসায়ীদের সুবিধা দেওয়ার চেষ্টা যদি কোনো পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ওঠে তাহলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here