নড়াইলের পুলিশ সুপারের উদ্যোগে ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

0
342

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মহান স্বাধীনতা যুদ্ধের শাহাদাত বরণকারী ৩০ লক্ষ শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) শনিবার (৪ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের নিজ কার্যালয়ের সামনে বৃক্ষরোপন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা পালনের লক্ষ্যে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম)সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১,নড়াইল পুলিশ লাইনসের আর.আই, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বৃক্ষরোপনকালে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পপিএম)ঝাঁর বক্তব্যে বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে ত্রিশ লক্ষ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নড়াইল জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের ত্রিশ হাজার চারা রোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। তিনি এ প্রতিনিধি উজ্জ্বল রায়কে আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর তাই জনগণকে সাথে নিয়েই জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে এই বৃক্ষ রোপণ করা হবে। সেই সাথে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে প্রথম ধাপে ৫ লক্ষ বৃক্ষের চারা নড়াইল জেলার বিভিন্ন স্থানে রোপন করা হবে বলেও তিনি উপস্থিত গণমাধ্যকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here