নড়াইলের পিপিএম এর সভাপতিত্বে দুই কর্মকতার অবসর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত!

0
350

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের আর.আই ও আর.আর.আইয়ের বর্ণাঢ্য চাকুরি জীবন শেষে অবসরোত্তর ছুটি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অবসরোত্তর ছুটিতে যাওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন আর.আই মোঃ গোলাম কিবরিয়া এবং আর.আর.আই মোঃ আনোয়ার হোসেন। তাঁরা দু’জনই অবসরে যাওয়ার আগে নড়াইল জেলায় কর্মরত ছিলেন। নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে ও নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া ও নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও-১ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, বিডি খবর’র প্রকাসক ও সম্পাদক লিটন,দত, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), বুলু দাস ও সকল সদস্যবৃন্দ। মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে। এ সময় আর.আই (অবঃ) মোঃ গোলাম কিবরিয়া বলেন, মানুষের সেবাই পুলিশের পরম ধর্ম। এই মহান আদর্শকে বুকে ধারণ করে সকল পুলিশ সদস্যদের একযোগে কাজ করার জন্য তিনি বলেন। সেই সাথে পুলিশের কাজে সকল বাঁধা-বিপত্তিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াও পুলিশের কর্তব্যের আওতাভুক্ত বলেও তিনি মত পোষণ করেন। অপরদিকে আর.আর.আই (অবঃ) মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার ৪১ বছর কর্মজীবনে অনেক বাঁধা-বিপত্তি অতিক্রম করেছি কিন্তু কখনো লক্ষ্যভ্রষ্ট হয়নি। সকল প্রকার প্রলোভন পরিত্যাগ করে সততা ও নিষ্ঠার সাথে কর্মজীবন শেষ করেছি। সেই সাথে অবসরে যাওয়া মোঃ গোলাম কিবরিয়া আমার ব্যাচমান ছিলেন। তার বন্ধুসুলভ আচরণে আমাদের কর্তব্য পালন অনেক সহজতর হয়েছে। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) তাঁর বক্তব্যে বলেন, এই দুই পুলিশ কর্মকর্তা অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে তাঁদের কর্মজীবন শেষ করেছেন। তাঁদের এই বর্ণাঢ্য কর্মজীবন সুন্দরভাবে সম্পন্ন করায় তিনি তাঁদেরকে আন্তরিক ধন্যবাদও জ্ঞাপন করেন। সেই সাথে এই দুই মহৎ পুলিশ কর্মকর্তার আদর্শে উজ্জীবীত হয়ে সকল পুলিশ সদস্যদের সততার সাথে কাজ করার জন্যও নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য যে, অবসর ছুটিতে যাওয়া এই দুই পুলিশ কর্মকর্তাকে তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট প্রদান করেন নড়াইল জেলা পুলিশ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here