নড়াইলের নবগঙ্গানদতে জেলেদের জালে ঝকে ঝাকে ধরা পড়ছে রুপালি ইলিশ,

0
345

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের নবগঙ্গা নদীর মোহনা মহাজন এলাকায় জেলেদের জালে ধরা পড়ছে ঝকে ঝাকে রুপালি ইলিশ। প্রায় এক দশক পর ইলিশের দেখা পেয়ে জেলেরা ভীষণ খুশি। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গত কয়েকদিন ধরে নড়াইলের মহাজনঘাটসহ ইসলামপুর, বড়দিয়া, পাটনাঘাট এলাকায় হরহামেশা ধরা পড়ছে ইলিশ। জাল ফেললেই মিলছে বিভিন্ন আকৃতির ইলিশ। আর এতে জমে উঠেছে মহাজনবাজারসহ আশপাশের হাটবাজারগুলো। প্রায় এক দশকের মধ্যে প্রথম বারের মতো নড়াইলের নবগঙ্গা নদীর মিঠাপানিতে ইলিশ ধরা পড়ায় সাধারণ মানুষও খুশি। ইলিশ কিনতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই এলাকায় ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মহাজন এলাকায় গিয়ে দেখা যায়, নদী পাড়ে উৎসুক মানুষের ভিড়। জেলেরা নদীর পাড়ে নৌকা ভিড়িয়ে বিভিন্ন সাইজের ইলিশের পসরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা দর-দাম করছেন। পছন্দ মাফিক ইলিশ পেতে দামের দিকে তাকাচ্ছেন না ক্রেতারা। মহাজন বাজারেও তাজা ইলিশ বিক্রি করছেন জেলেরা। দেখা যায়, এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। মাঝারি আকারের ইলিশের দাম কেজি প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা। এছাড়া ছোট ইলিশ ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রেতা অনিল, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ‘গত কয়েকদিন ধরে ভালোই ইলিশ ধরা পড়ছে। দেড় কেজি ওজনের ইলিশও মিলছে। দেড় কেজি ওজনের একটি ইলিশ দেড় হাজার টাকায় বিক্রি করেছি।’কাশিপুর গ্রামের পিনা নামে এক ক্রেতা বলেন, ‘নবগঙ্গায় ইলিশ ধরা পড়ছে শুনে তাজা ইলিশ কিনতে এখানে এসেছি।’পারমল্লিকপুর গ্রামের শিক্ষক ইকতিয়ার রহমান বলেন, ‘বিভিন্ন সাইজের প্রায় পাঁচ কেজি ইলিশ কিনেছি। দামও খুব বেশি না। সর্বোপরি আমার এলাকার ইলিশ। ইলিশের দাম কম ও অধিক মাছ ধরা পড়ায় এ বাজারে ক্রেতার সংখ্যাও বেশি।’ধরা পড়ার পর থেকে নড়াইলের ইলিশ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলে মহাজন বাজার এলাকার মাছ ব্যবসায়ী সেকেন্দার বিশ্বাস, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, তিনি নবগঙ্গায় ধরা পড়া ইলিশের স্বাদেও চমৎকার। আড়তদার হেমন্তলাল, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, ‘ইলিশমাছ ধরা পড়ায় জেলেরা নৌকা ও জালসহ মাছ ধরার উপকরণ নিয়ে নেমে পড়েছেন। তাছাড়া ওই বাজারে আবার অনেকেই পাইকারি মাছ কিনে বেশি দামে বিক্রি করছেন।’ স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, প্রায় এক দশক পর নবগঙ্গায় এবারই উল্লেখযোগ্য ইলিশ ধরা পড়ছে। গত বছরগুলোতে বর্ষা মৌসুমে যে ইলিশ ধরা পড়তো তা ধর্তব্যের মধ্যে পড়ে না। জেলে, বিক্রেতা, আড়তদারদের আশা, আগামীতেও ইলিশ আসবে এই নদীতে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here