নড়াইলের এসপি’র নির্দেশে ট্রাফিক বিভাগের অভাবনীয় সাফল্য অর্জন ১৩৭৩টি মামলা দায়ের,৫ লাখ ২৪ হাজার ৮০০ টাকা রাজস্ব আদায়!

0
327

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে এসপি’র নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনায় করায় জেলা ট্রাফিক বিভাগ অভাবনীয় সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আদায় করেছে প্রচুর জরিমানার অর্থ। এতে করে একদিকে যেমন সরকারি কোষাগারে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে অন্যদিকে তেমন অবৈধ যানবাহনের চালকেরা সতর্ক হওয়ার সুযোগ পেয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, নড়াইল জেলা ট্রাফিক বিভাগ হতে প্রাপ্ত তথ্যে জানা যায়, চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১১৯টি যানবাহন আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় ১৩৭৩টি মামলা দায়ের ও ৫ লাখ ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় হয়েছে। আর এ সবই সম্ভব হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমের সঠিক দিক-নির্দেশনায়। জানা গেছে, পুলিশ সুপার নড়াইলে যোগদানের পর তিনি ট্রাফিক বিভাগের প্রতি দৃষ্টি দেন। আর তারই ধারাবাহিকতায় নড়াইল জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) জিহাদ হাসানকে অবৈধ যানবাহন রোধে অভিযান চালানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা পেয়ে টি.আই জিহাদ সঙ্গীয় ট্রাফিক কর্মকর্তা জি.এম সরোয়ার হোসেন ও পান্নুসহ আরো অনেককে সাথে নিয়ে জেলার বিভিন্ন সড়কে নিয়মিত অভিযানে নেমে পড়েন। এতে করে জেলা থেকে কয়েক মাসের মধ্যে অনেক অবৈধ যানবাহন আটকে সক্ষম হয় তারা। দিনে দিনে অবৈধ যানবাহনের দৌরাত্ম বেড়ে যাওয়ায় সাধারণ চালকদের দুর্ভোগে পড়তে হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের অসাবধানতার কারণে প্রতি বছরই সড়কে অনেক প্রাণ ঝরে যায়। এ সকল বিষয় অনুধাবন করতে পেরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম ট্রাফিক বিভাগকে কঠোর হওয়ার নির্দেশ দিলে এই অভিযান চলতে থাকে। এ ব্যাপারে নড়াইল জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তা জি.এম সরোয়ার হোসেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের এসপি জসিম স্যার নড়াইলে যোগদানের পর তাঁর নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান চালিয়ে আমরা অনেক অবৈধ যানবাহন আটক করতে সক্ষম হয়েছি। সেই সাথে মামলাও হয়েছে অগণিত এবং প্রচুর জরিমানাও আদায় হয়েছে। তিনি আরও বলেন, এসপি স্যারের মতো মানুষের নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারলে সব ধরনের জটিলতা নিরসন করা সম্ভব। ট্রাফিক বিভাগের এই অভাবনীয় সাফল্য সম্পর্কে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, অবৈধ যানবাহন সড়কের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও যানবাহন ব্যবহারকারীরা বৈধ কাগজপত্র তৈরি না করায় সরকার রাজস্ব হারাচ্ছে। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি চাকুরিজীবিসহ অনেক ধরনের স্টিকার লাগিয়ে অনেকে অবৈধ যানবাহন নিয়ে ঘুরে বেড়ায়। এসব ব্যাপারেও দৃষ্টি দেওয়ার জন্য নড়াইল ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক অন্য কোনো স্টিকার গাড়িতে লাগিয়ে কেউ যদি প্রতারণা করে তবে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here