নড়াইলের একাধিক ডাকাতি মামলার আসামি গ্রেফতার

0
289

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে মামলা হওয়ার মাত্র ৫ঘণ্টার ব্যবধানে একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নড়াইল সদর থানা পুলিশের একদল চৌকশ অফিসার। পুলিশ সুপারের নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে ওই একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতের নাম মোঃ গোলজার শেখ (৪৫)। সে নড়াইল সদর উপজেলাধীন রামচন্দ্রপুর গ্রামের রাসেল শেখের ছেলে। শনিবার (২০ মে) গভীর রাতে নড়াইল সদর থানা পুলিশের চৌকশ অফিসাররা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জানা গেছে, গত মঙ্গলবার (১৫ মে) নড়াইল সদর উপজেলাধীন বালিয়াডাঙ্গা গ্রামের সৈয়দ আব্দুল ওহাবের পুত্র ইদ্রিস আলীর ঘরে গভীর রাতে ডাকাতি হয়। এ ঘটনায় সে নিজে বাদি হয়ে গোলজার শেখকে আসামি করে নড়াইল সদর থানায় শনিবার (১৯ মে) একটি ডাকাতি মামলা দায়ের করে। মামলা নং- ২১। এরই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এর নিকট একটি গোপন সংবাদ আসে। তিনি জানতে পারেন ডাকাত গোলজার তার নিজ এলাকায় অবস্থান করছেন। তৎক্ষণাৎ বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে নির্দেশ দেন। নির্দেশ পেয়ে ওসি আনোয়ার হোসেনের এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইল সদর থানার এএসআই আনিছ, মনির, ইলিয়াস ও রেজাউল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন পিপিএম এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, আমার নিকট আসা একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলা হওয়ার মাত্র ৫ ঘণ্টা পর একাধিক ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশের চৌকশ অফিসাররা। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here