নড়াইলের ইতনায় চলছে তিন দিনব্যাপী চিত্রকর প্রদর্শনী

0
246

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের ইতনা ইউনাইটেড ক্লাব আয়োজিত ক্লাবের হলরুমে শুরু হওয়ায় প্রদর্শনীতে মোট ৫৫টি ছবি প্রদর্শিত হচ্ছে। ছবিতে ১৯৭১ সালের পাকবাহিনীর অত্যাচার, মুক্তিযুদ্ধের দৃশ্য, গ্রাম বাংলার অপরূপ দৃশ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ-বিদেশের খ্যাতিমান ব্যক্তিদের প্রতিকৃতি জলরং ও বিভিন্ন মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নড়াইলের ইতনায় চলছে তিন দিনব্যাপী চিত্রকর নারায়ন চন্দ্র বিশ্বাস ও চিত্রকর আলী আজগর রাজার তৃতীয় যৌথ চিত্র প্রদর্শনী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ইতনায় আগমনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here