নড়াইলের আশার আলো মহাবিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা

0
477

খবর৭১:নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার আশার আলো মহাবিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট গোলাম নবীকে মহাবিদ্যালয় ও এলাকাবাসির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৮ মার্চ) মহাবিদ্যালয় চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী নারায়ন চন্দ্র পাঠক। প্রধান অতিথি’র বক্তব্য দেন সংবর্ধিত এ্যাডভোকেট গোলাম নবী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট শরিফুল ইসলাম খান মুকুল, তুলারামপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এস এ মতিন, অধ্যক্ষ রওশন আলম, সহকারি অধ্যাপক লিয়াকত আলী, আব্দুর রহিম, মহব্বত হোসেন, মনিরতন,সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, আব্দুর রাজ্জাক মোল্যা। বক্তারা বলেন এ্যাডভোকেট গোলাম নবী একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ রাজনৈতীক জীবনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ভিপি নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে প্রথম নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বর্তমানে জেলা আইনজীবী সমিতির পুন: নির্বাচিত সভাপতি। তিনি দীর্ঘ ১০ বছর সুনামের সাথে আশার আলো মহাবিদ্যালয়ের সভাপতি’র দ্বায়িত্ব পালন করছেন। তিনি সুনামের সাথে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর ব্যাপক অবদান রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে এ্যাডভোকেট গোলাম নবীকে মানপত্র, স্বর্নের চেন, ক্রেস্ট সহ বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা দেওয়া হয়। এ সময় তাঁকে এলাকাবাসি ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here