নড়াইলের আফরা গ্রামে শিক্ষকের সঙ্গে ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

0
265

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ শনিবার (১৬ মার্চ) নড়াইলের আফরা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষকের সঙ্গে একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে পুলিশ। গতকাল দুপুরে নড়াইলের শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইলের শেখহাটি স্থানীয় পুলিশ ক্যাম্পের আইসি এএসআই রতন পাল জানান, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুরে কনে সোমা খানমের (১৬) বাবা রবিউল মোল্যার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর আইসিটি শিক্ষক জাহিদ হোসেন (২৭) ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে কনের বাবা তার মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিলে নড়াইল সদর থানার অফিসার্স ইনচার্জ ইলিয়াস হোসেন (পিপিএম)-এর নির্দেশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবং পালিয়ে যাওয়া বর ও তার বাবাকে ধরতে পুলিশি অভিযান শুরু করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here