ন্যায় বিচার হলে খালাস পাব: খালেদা জিয়া

0
308

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমার নামে সম্পূর্ণ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি কোনো অন্যায় করিনি, দুর্নীতি কিরিনি, কাল মিথ্যা মালায় রায় দেওয়া হবে। ন্যায় বিচার হলে খালাস পাব।

বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

খালেদা জিয়া বলেন, দেশে এখন আইনের শাসন নেই। এই মামলায় আমি নির্দোষ, কিন্তু সরকারি প্রহশনের কারণে বিচারকরা নিজ ইচ্ছায় রায় দিতে পারবে না। এই রায়ও ক্ষমতাসীনদের লেখা।

তিনি বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, সাধারণ মানুষের কথা বলার অধিকার নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদদু আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here