নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিতে সোনারগাঁওয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

0
202

মোঃ জহিরুল ইসলাম মৃৃধা ,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ রাজধানী ঢাকায় বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিতে নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। এসময় শিক্ষার্থী নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবিসহ নয় দফা দাবিতে বিভিন্ন শ্লোগান নিয়ে খন্ড খন্ড মিছিল বের করেন। প্রায় ১ ঘন্টা এ অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তারা বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করে।
পরে পুলিশ, স্থানীয় লোকজনের অনুরোধ ও বৃষ্টির কারনে মহাসড়ক থেকে সরে দাড়ায় শিক্ষার্থীরা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে অবস্থান নেন। পরে তারা নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ, পুলিশের আর টাইম নাই, নিরাপদ সড়ক চাইসহ নানা শ্লোগান দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় মহাসড়কের দু’পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যানজটে আটকা পড়ে মহাসড়কে চলাচলরত যাত্রীরা নানা দুর্ভোগে পড়েন। যাত্রীদের অনেককে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।
অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় দুপুর ১টায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হলে হাইওয়ে পুলিশ বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশী চালায়। এসময় তারা কাগজপত্র না থাকায় একটি গাড়ি আটক ও ৪ গাড়ির বিরুদ্ধে মামলা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের সহপাঠীর মৃত্যু হয়েছে। আমরা আমাদের ভাই হত্যার বিচার দাবিতে আন্দোলনে নেমেছি। আমরা কারো উসকানিতে আন্দোলন করছি না।
শিক্ষার্থীরা আরও বলেন, সরকার আমাদের আন্দোলন দমানোর জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। কিন্তু সরকারকে বলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আন্দোলন দমাতে পারবে না।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here