নৌকার জন্য প্রয়োজন যোগ্য বাইচাল -সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

0
321

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আলহাজ
আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, যাকে তাকে নৌকা দিয়ে দলের বিজয় সম্ভব নয়। নৌকার বিজয়ে প্রয়োজন আওয়ামীলীগের কর্মী ও উন্নয়ন বান্ধব নেতা। ভুড়ি-ভুড়ি টাকা দিয়ে দলীয় নেতা কর্মীদের ভালবাসা পাওয়া যায়না। তাই প্রতিটি আসনে জনবান্ধব নেতাকেই নৌকার বাইচাল নিয়োগ করতে হবে। শুধু তাই নয় আগামী জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে কোন স্থানে দলীয় লবিং গ্রুপিং রাখা যাবেনা। আগামী নির্বাচন দেশের উন্নয়ন অগ্রগতীর অস্তিস্থ্য রক্ষার নির্বাচন। বঙ্গবন্ধুর সুখী সমৃদ্ধ, জঙ্গী সন্ত্রাস আর দুর্নীতি মুক্ত দেশ চাইলে সবাইকে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ আকন্দের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সরাখেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য গাজী আব্দুল হামিদ আকন্দ, রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মোল্লা, আব্দুল আজিজ, আবু তাহের প্রমুখ।

এর আগে বিপুল সংক্ষক মোটর সাইকেল শোভাযাত্রা করে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সমাবেশ স্থলে উপস্থিত হন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here