নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ৮’জন ডাক্তারকে শোকজ করা হয়েছে

0
360

শাহাদাত হোসেন সজলঃ
নির্ধারিত সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত না থাকার অভিযোগে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা.বিধান চন্দ্র সেনগুপ্ত তাদেরকে শোকজ করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মকর্তা সূত্রে জানা যায়- শোকজ করা হয়েছে শিশু কনসালটেন্ট ডা. মোঃ আবুল হাসেম, সহকারী সার্জন ডা. সামিয়া কামাল, সহকারী সার্জন ডা. মাকসুদা সুলতানা সুরভী, মেডিকেল অফিসার সানজিদা আফরিন তানিয়া, ডা. তাপস চক্রবর্তী, ডা. শওকত আল ইমরান ইমরোজ, ডা. রওশন জাহান লাকী ও ডা. তৃষা ভট্রাচার্য।

১৭’এপ্রিল মঙ্গলবার সকাল ৯:৪৫ মিনিটে গণমাধ্যম কর্মীরা হাসপাতালে উপস্থিত হয়ে ডাক্তারদের অনুপস্থিতির বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেনগুপ্তকে মুঠোফোনে অবহিত করে।

তাৎক্ষণিক সিভিল সার্জন ঘটনার সত্যতা যাচাই করেন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে ৮’জন ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত সময়ে অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে মুঠোফোনে ৮’জন ডাক্তারকে লিখিত ভাবে শোকজ করার নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত আরো জানান, আজ বিকেল ৪:০০ ঘটিকায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে এক জরুরী বৈঠক বসছেন তিনি।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here