নোয়াখালীতে এবার বিএনপি কর্মীর স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

0
242

খবর৭১ঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলার কবিরহাট উপজেলায় এক বিএনপি কর্মীর স্ত্রী এবং তিন সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শনিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের এক নেতাকে গ্রেফতার করে। এর আগে শুক্রবার রাত ১০টায় উপজেলার ধানশালিক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেফতার জহির উদ্দিন ওরফে জাকির হোসেন মৃত এনামুল হকের ছেলে ও ধানশালিক ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে জানিয়েছেন ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোনাফ।

এলাকাবাসী জানান, উপজেলা ধানশালিক ইউনিয়নের নবগ্রামের এক বিএনপির কর্মীকে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের আগে পুলিশ গ্রেফতার করে। গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় গ্রেফতার যুবলীগ নেতা জহির উদ্দিন ওরফে জাকের হোসেনের নেতৃত্বে ৪-৫ জন গৃহবধূর ঘরে প্রবেশ করে। তাদের বাধা দিতে গেলে গৃহবধূকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তারা অস্ত্রের মুখে গৃহবধূকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করে। পরে গৃহবধূর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনা নিশ্চিত করে জানান, ‘গৃহবধূকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের রাতে ধানের শীষে ভোট দেয়ার জেরে স্বামী-সন্তানদের বেঁধে রেখে সুবর্ণচরের এক নারীকে ধর্ষণ করা হয়। পরদিন ৩১ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সারা দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here