নোবিপ্রবি প্রক্টরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

0
243

খবর ৭১:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বিরুদ্ধে নানারকম অনিয়মের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে অবস্থান ধর্মঘট করছে শিক্ষার্থীরা। এক দফা এক দাবি নিয়ে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে।
এ সময় আন্দোলন কারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক সহ একাডেমিক ভবন ১, একাডেমিক ভবন ২ এ তালা লাগিয়ে দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। অন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন কালে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। “প্রক্টরের কাল হাত ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও” ” অনিয়ম দুর্নীতি মানিনা মানবোনা” “প্রক্টরের পদত্যাগ করতে হবে করতে হবে” ইত্যাদি স্লোগান দেয়।

এ ব্যাপারে জানতে চাইলে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টর মুশফিকুর রহমানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ আনে। বিশেষত ছাত্রছাত্রীবান্ধব কোন কাজে তাকে পাওয়া যায়না বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থী।

এ ব্যপারে জানতে সাংবাদিকবৃন্দ প্রক্টরের সঙ্গে দেখা করলে তিনি বলেন, তিনি পারিবারিক কারণ দেখিয়ে গতকালই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here