নোবিপ্রবি’র আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের নাম ঘোষনা

0
658

খবর৭১:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম,দাবা,টেবিল টেনিস ও ব্যাডমিন্টন প্রতিযোগীতাঃ২০১৭-২০১৮’ এ অংশগ্রহনকারী খেলোয়াড়দের নাম ঘোষনা করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৩ জানুয়ারী-২০১৮,ক্রিড়া বিভাগের প্রতিনিধি দল ও খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ এম ওহিদুজ্জামানের সাথে সাক্ষাত করেন।
তিনি সকল খেলোয়াড়দের সাফল্য কামনা করে বলেন”আমার বিশ্বাস তোমরা উক্ত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় নিজেরদের শ্রেষ্ঠত্ব প্রমান করে বিশ্ববিদ্যালয়ের আরো সুনাম বয়ে আনবে”
এরপূর্বে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডঃ গাজী মোহাম্মদ মহসিনের পরিচালনায়, সহকারী পরিচালক সঞ্জীব কুমার দের সঞ্চালনায়, ব্যাডমিন্টন কোচ মাহমুদুর রহমান, ক্যারম ও টিটি কোচ নাজমুন নাহার বিউটির সহযোগীতায় আঠারোটি বিভাগের মধ্যে অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে যারা ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন তাদের কে নিয়ে উক্ত দল চূড়ান্ত করা হয়।
“দাবার খেলোয়াড়রা” হলেন-মোঃ রেদওয়ান উল্লাহ ভূঁইয়া(বিবিএ),এ.বি.এম.বদরুল হায়দার(এগ্রিকালচার),নীতিশময় ত্রিপুরা(মািক্রোবায়োলজী),মোঃ শওকত আলী(অর্থনীতি), মোস্তাকিম(সিএসটি)টুয়েল চাকমা(ফলিত গনিত).
“ক্যারম খেলোয়াড়রা”হলেন-মোঃ সাব্বির আহমেদ(ফার্মাসি),শাওন রায়(ফার্মাসি),হুসাইন বোরহান উদ্দিন(ইংরেজী).
“টেবিলটেনিস”খেলোয়াড়রা হলেন-আজহার উদ্দীন(সিএসটি),নাজমুল সাকিব(সিএসটি),হিমেল চাকমা(সিএসটি).
“ব্যাডমিন্টন “খেলোয়াড়রা হলেন-মোকাররম ইয়াহিয়া(সিএসটি),মোঃ মেহেদী হাসান(এফআইএমএস),মাহমুদুর হাসান তুষার(সিএসটি),আব্দুল্লাহ-হিস-সাইফ(এগ্রিকালচার).
আগামীকাল খেলোয়াড়রা প্রতিযোগীতার স্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, খেলা অনুষ্ঠিত হবে-আগামী ২৫-২৮জানুয়ারী ২০১৮।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here