নেপালে বিমান দূর্ঘটনায় আহত কবির লাইফ সাপোর্টে

0
209

খবর৭১:নেপালে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় আহত কবির হোসেনের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে।

বার্ন ইউনিটের চিকিৎসক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, কবিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। শনিবার সকালে মেডিক্যাল বোর্ডের মিটিংয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১২ মার্চ কাঠমাণ্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে ৭১ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৩৬ বাংলাদেশির মধ্যে ২৬ জন মারা যান। যাত্রীদের মধ্যে ১০ বাংলাদেশি বেঁচে গেলেও তাঁদের প্রায় সবার দেহে আগুনের ক্ষত রয়েছে। আহত ১০ বাংলাদেশির মধ্যে গতকাল শুক্রবার পর্যন্ত দেশে ফিরেছেন মোট সাতজন। বাকি তিনজনকে নেপাল থেকেই বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

যাঁরা দেশে ফিরেছেন তাঁরা সবাই ঢাকা মেডিক্যালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আলমুন্নাহার অ্যানি ও মেহেদী হাসান অমিয় সোমবার সকালে সাময়িকভাবে বাসায় গিয়েছেন।

এখন যাঁরা চিকিৎসা নিচ্ছেন তাঁদের মধ্যে কবির হোসেনের শারীরিক অবস্থা বেশি খারাপ। এ ছাড়া ভর্তি থাকা শাহীন ব্যাপারী নামে অন্য একজনের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। তাঁকেও আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here