নেতৃত্বের দুর্বলতার কারণেই বিএনপির দৈন্য দশাঃ তথ্যমন্ত্রী

0
357

খবর৭১ঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে দলটি ভাড়া করা নেতা দিয়ে চলছিল। নেতৃত্বের দুর্বলতার কারণেই দলটির এ দৈন্য দশা হয়েছে। সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনো প্রচারণা ছিল না, অনেকে কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিল। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবড়ে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্য দশায় পৌঁছে গেছে।’

খালেদা জিয়ার মামলায় সরকার হস্তক্ষেপ করছে না উল্লেখ করেন ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আদালতে শাস্তি পেয়েছেন। তার বিচারের জন্য সরকার তো কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেনি, মামলাও সরকার দেয়নি, বরং তারা যতবার আদালত থেকে সময় নিয়েছে, সেটা নজিরবিহীন। সরকার আইনকে প্রভাবিত করেনি, বরং তারা বারবার সময় নিয়ে আদালতকে হেনস্তা করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here