নুসরাত হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধনে এক কাতারে আওয়ামী লীগ-বিএনপি

0
617

সিলেট ব্যুরো: ফেনী সোনাগাজী মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সিলেটে অনুষ্ঠিত মানববন্ধনে এক কাতারে দাড়িঁয়েছেন আওয়ামীলীগ-বিএনপি নেতৃবৃন্দ।

রবিবার সকাল ১১টায় নগরীর চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নাগরিক অধিকার ও পরিবেশ সুরক্ষা আন্দোলন (নাপসা) এর উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুল হাছিব এর সভাপতিত্বে ও ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত জাহান রাফি হত্যার সাথে জড়িত সবাইকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়। অপরাধীর পরিচয় একটাই সে অপরাধী। বক্তারা আইনের শাসন না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেন অতীতে সাগর-রুনি, মিতু, তনু, পারুল হত্যাকারীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হত তাহলে আজ এ ধরনের অপরাধ সংঘঠিত হত না।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, মহানগর বিএনপির সহ সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট সাংবাদিক আজিজ আহমদ সেলিম।
আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ তাহের, মাহফুজ আহমদ চৌধুরী, মানবাধিকার কমিশন সিলেট মহানগর শাখার সাধারন সম্পাদক রাসেদুজ্জামান রাসেদ, ছাত্রনেতা ফাহিম রহমান মৌসুম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ গনসংযোগ সম্পাদক উজ্জল রন্জন চন্দ্র, হিউম্যান কেয়ার বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি এস রহমান সায়েফ, সিলেট উন্নয়ন সংস্থার সহ সভাপতি আলী আকবর রাজন, শিশু সুরক্ষা কমিটির সদস্য ইউসুফ আহমদ, ছাত্রনেতা সাজু, ন্যাশনাল এডুকেশন ট্রাস্ট সিলেট জেলা সভাপতি আবু বক্কর সিদ্দীক, ছাত্রনেতা সিপু হাসান, সাজু মাহমুদ, সামাদ আহমদ, মাসুম আহমদ চৌধুরী, মাসুদুর রহমান মাসুম, রোটারিয়ান কামরুজ্জামান কামরুল,বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার আন্দোলনের নেতা ইমন খাঁন, জাহেদ, দুলাল, সুমন, শফিউর,কয়েস, সুমন ,ছাত্রনেতা ফয়সল আহমদ, আব্দুল মুমিন,মোহাইমিনুল ইসলাম মাহিন, ফেরদৌসি চৌধুরী ইরা,
আরমান আহমেদ মুন্না, মিনহাজ হোসাইন রনি, দাইয়ান, রকিব দেওয়ান,আহমেদ হুজায়ফা,ইমরান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here