নিয়মিত পুলিশ সদস্যদের ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম

0
246

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম প্রশাসনিক কাজের বাইরেও নিয়মিত পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ জুন) বিকাল সাড়ে ৪টায় নড়াইল পুলিশ লাইন মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম এর নেতৃত্বে একটি দল ও নড়াইলের সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল এই খেলায় অংশগ্রহণ করে। পুলিশ সুপারের নেতৃত্বে অংশগ্রহণকারী দল ২-১ গোলে বিপরীত দলকে পরাজিত করে পুরস্কার জিতে নেয়। পুলিশ সদস্যদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শরীরচর্চায় সহযোগিতার জন্য মূলত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। চলতি বছরের গত মাস থেকে অদ্যাবধি নড়াইলে নিয়মিতভাবেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হচ্ছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অনেক পুলিশ সদস্যের মাঝে ক্লান্তি ও মানসিক অবসাদ সৃষ্টি হতে পারে ভেবে পুলিশ সুপার এই ব্যতিক্রমধর্মী ফুটবল ম্যাচের আয়োজন করেন। নিজেকে প্রশাসনিক কাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলার প্রতি উৎসাহিত থাকায় পুলিশ সুপারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, খেলাধুলা মানুষের মনে প্রশান্তি সৃষ্টির জন্য একটি সহায়ক উপাদান হিসেবে কাজ করে। এ কারণে পুলিশ সদস্যদের যাতে কর্তব্যের প্রতি অনীহা সৃষ্টি না হয় সে কারণে এ ধরনের খেলাধুলার আয়োজন করা হয়েছে। এতে করে পুলিশ সদস্যরা উপকৃত হবে বলেও তিনি মনে করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here