নিহতদের পরিচয় জানার পর দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে

0
264

খবর৭১: বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আলাদাভাবে পরিচয় নিশ্চিত হওয়ার পরেই দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র ছেত্রী।

বুধবার সকালে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামালের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।

এর আগে মঙ্গলবার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিটে বিমান বিধ্বস্তে আহতদের দেখতে কাঠমান্ডু মেডিকেল কলেজে যান বিমানমন্ত্রী। এ সময় আইসিইউসহ বেশ কয়েকটি ইউনিটে গিয়ে আহতদের খোঁজখবর নেন তিনি।

আজ দুপুর ১২টায় নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বিমানমন্ত্রীর।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here