নির্বাচন স্থগিত করায় ‘হতাশ আ.লীগ’: হাছান

0
310

খবর৭১: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন স্থগিত হওয়ায় ‘আওয়ামী লীগ হতাশ’ বলে জানিয়েছেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী ছিলাম। নির্বাচন স্থগিত হওয়ায় আমরা প্রচণ্ডভাবে হতাশ হয়েছি।’

সোমবার (০৭ মে) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ‘৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার দুঃসাহসিক প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘গতকাল আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত হয়েছে।
বিএনপি নেতাদের কথাবার্তায় মনে হচ্ছে তারা ভোটের আগেই জিতে গিয়েছে। দেশে আরো অনেক স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। সেখানে শতকরা আশি ভাগ ক্ষেত্রে আমরা জয়লাভ করেছি।’

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতাদের সকাল বিকালের সংবাদ সম্মেলনে যে সমস্ত কথাবার্তা বলেন এগুলো হতাশ উদ্ভ্রান্তের প্রলাপ ছাড়া অন্য কিছু নয়।’

‘শুধু গাজীপুর নির্বাচন নয় জাতীয় নির্বাচনও স্থগিত হতে পারে’- সম্প্রতি ড. কামাল হোসেনের এমন বক্তব্যেরও সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আসলে তাঁরা চায় জাতীয় নির্বাচনও যাতে না হয়। তাদের সাথে জনগণের কোনও সম্পৃক্ততা নেই। তারা দেশের জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত। ড. কামাল হোসেনের এই বক্তব্যের মাধ্যমে ষড়যন্ত্র বেরিয়ে এসছে। তারা ১/১১ সরকারের কুশীলব ছিলেন।’

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাওছারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ নাথ প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here