নির্বাচন পেছানোর বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

0
285

খবর৭১:বিভিন্ন রাজনৈতিক দল ও জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি করেছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানো নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) জোর গুঞ্জন রয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইসি, এমনটাই জানা গেছে।
ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট নির্বাচন পেছানোর দাবি জানিয়ে ইসিতে চিঠি দেয়। এরপর রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কক্ষে অন্য কমিশনারদের রুদ্ধদ্বার বৈঠক হয়।

নির্বাচনের তফসিল পেছাতে বিএনপি নিজস্ব প্যাডে ইসিকে চিঠি পাঠায় জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট। এতে নির্বাচনের তফসিল এক মাস পেছানোর দাবি জানানো হয়। যুক্তফ্রন্টও নির্বাচনের তফসিল এক সপ্তাহ পেছানোর দাবি জানায়।

এ দাবির পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, নির্বাচন পেছানোর দাবির বিষয়ে কমিশনারদের সঙ্গে আলাপ করে তিনি আজ সোমবার সিদ্ধান্ত জানাবেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here