নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না : কাদের

0
286

খবর৭১: বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না সেটা তাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিলে স্বাগত, অংশ না নিলে কিছু করার নেই। নির্বাচন নির্বাচনের গতিতে চলবে। নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।’

আজ শনিবার দুপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের মদনপুর-ঢাকা বাইপাস সড়ক মেরামত কাজের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন,‘খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকার আমলের, আওয়ামী লীগ সরকারের নয়।বিচারাধীন এসব মামলা নিয়ে অহেতুক মন্তব্য করতে চাই না। বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার যে শর্ত দিয়েছে এটা কার উপর দিচ্ছে। নির্বাচন কি আদালত কিংবা সরকার পরিচালনা করবে।’

তিনি বলেন, ‌‘বিদেশিদের কাছে নালিশ না করে বিএনপিকে দেশের মানুষের সমর্থন নেওয়ার পরামর্শ দেন তিনি। খালেদা জিয়াকে যদি উচ্চ আদালত সাজা মওকুফ করেন তবে আমাদের কিছু করার নেই। তাই তার বিষয়টি আদালতের এখতিয়ার।’

খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সরকার কি এটা আদালতকে বলতে পারে। তাহলে বিচার বিভাগের স্বাধীনতার দাবি কেন বারবার করছে বিএনপি। ’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে নির্বাচনের সময় প্রধানমন্ত্রী পদত্যাগ করে এমন নজির বিএনপি দেখাতে পারবে না। বাংলাদেশেও নির্বাচনের সময় প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রশ্নই আসে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে নির্বাচনের সিডিউল ঘোষণার পর। সরকারের উপর এ নিয়ে কোনো চাপ নেই।’

আগামী মে মাসের মধ্যে মদনপুর-ঢাকা বাইপাস সড়কটির মেরামত কাজ শেষ হবে বলে জানান ওবায়দুল কাদের।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here