নির্বাচনে ‘সংঘাত’ একেবারে উড়িয়ে দেওয়া যায় না : সিইসি

0
211

খবর ৭১ঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংঘাতের বিষয়টি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ রোববার সকালে মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
সংসদ নির্বাচনের মতো বড় আয়োজনে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে বলে মন্তব্য করেন নুরুল হুদা। তিনি বলেন, ‘কোথাও কোথাও কিছু সমস্যা হচ্ছে। এটা এত বড় নির্বাচনে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। হয়তো সংঘাত হয়, এটা হবে। তবে সবকিছু নিয়ন্ত্রণের মধ্যেই আছে। ’
সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে সে রকম অবস্থা সৃষ্টি হয়েছে। ’
এ সময় সব দলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।
শ্রদ্ধা নিবেদনের সময় নুরুল হুদার সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা সেখানে কয়েক মিনিট নীরাবতা পালন করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here