নির্বাচনে দাঁড়াচ্ছেন ঐশ্বর্য রাই

0
562

খবর৭১ঃআগামী বছর ভারতের লোকসভা নির্বাচনে বিহারে এনডিএ জোটের বড় শরিক বিজেপির সঙ্গে আসনবণ্টন নিয়ে কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিল। অবশেষে বৃহস্পতিবার জেডিইউ, এলজেপি এবং আরএলএসপির মধ্যে আসনবণ্টন নিয়ে সমঝোতা হয়েছে।

লোকসভায় সেখানকার মোট ৪০টি আসনের মধ্যে বিহারে বিজেপি লড়বে ২০টি আসনে। আর বাকি ২০টি আসনে লড়বেন শরিক দলের প্রার্থীরা।

বিজেপির সঙ্গে আসন বণ্টনের পরই আরজেডি রীতিমতো চমক দিল এনডিএ জোটের এ বড় শরিক।

আরজেডির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে লালু প্রসাদ যাদব নিজের পুত্রবধূকে প্রার্থী হিসেবে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে। বিহারের ছাপড়া লোকসভা কেন্দ্র থেকে লড়তে পারেন ঐশ্বর্য।

সম্প্রতি লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদবের সঙ্গে কয়েক মাস আগেই ধুমধাম করে বিয়ে হয় ঐশ্বর্যর। পোড়খাওয়া রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব পুত্রবধূ ঐশ্বর্যর জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছেন বলে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here