নির্বাচনের দিন ইন্টারনেটের গতি কমবে কেন:রুহুল কবীর

0
294

খবর৭১:নির্বাচনের দিনে ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে নির্বাচন কমিশন গণতন্ত্রকে সংকুচিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার( ১৯ ডিসেম্বর) সকাল, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে, তিনি আরো বলেন, আদালতকে চাপে রেখে সরকার নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘ইন্টারনেটের গতি কমবে কেন! ইন্টারনেটের গতি তো ফার্স্ট হওয়ার কথা। আপনারা কি দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ফ্রান্সে নির্বাচনের সময় ইন্টারনেটের গতি কমিয়েছে। নির্বাচন কমিশন গণতন্ত্রকে সঙ্কুচিত করছে নিজেদের স্বাধীনতা খর্ব করে। আদালতের নিরপেক্ষতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। এই গুঞ্জন মৃদু গুঞ্জন নয়। মানুষের শেষ আশ্রয় যদি নষ্ট হয় তাহলে চরম নৈরাজ্য শুরু হবে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here