নির্বাচনের জন্য মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা

0
513

খবর ৭১: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক দেশটির নির্বাচনের জন্য আজ শুক্রবার পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণা দিয়েছেন। দেশটিতে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি ও তার এক সময়ের পরামর্শ দাতা এবং সাবেক নেতা মাহাথির মোহাম্মাদের চ্যালেঞ্জের কারণে এই নির্বাচন হবে তার ক্ষমতাসীন জোটের জন্য কঠিন পরীক্ষা। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনে নাজিব বলেন, ‘আমি দেশবাসীকে অবহিত করছি যে ৭ এপ্রিল শনিবার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার জন্য আমি রাজার সঙ্গে সাক্ষাত করে তার অনুমতি চেয়েছি।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মালয়েশিয়ার অগ্রগতি চোখে পড়ার মতো হলেও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে মাঝে মধ্যেই অস্থিতিশীল হয়ে উঠছে দেশটি। দুর্নীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দেশটির প্রশাসনিক নীতিমালার কারণে সাধারণ জনগণের মধ্যে দানা বেঁধেছে ক্ষোভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here