নির্বাচনের আগেই বিএনপি হেরে যায়: কাদের

0
321

খবর৭১ঃ নির্বাচন হওয়ার আগেই বিএনপি হেরে যায় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে, তাই আরও ভরাডুবির শঙ্কায় উপজেলা নির্বাচনে অংশ নিতে চাইছে না দলটি।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য রিটানিং কর্মকর্তার হাতে তুলে দেয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি যখন দেখে, নির্বাচনে জেতার সম্ভাবনা নেই, তখনই তারা কারচুপির অভিযোগ করে। রোজ কেয়ামত পর্যন্ত বিএনপি অভিযোগ করবে। বিরূপ মন্তব্য করা, নালিশ করা দলটির পুরনো অভ্যাস ‘

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভবিষ্যতে সংসদে সংরক্ষিত নারী আসন বাড়ানো নয়, বরং কমানো হবে। ভবিষ্যতে এ সংখ্যা আর বাড়বে না। এটা বরং কমতে। এমনিতে বিষয়টা ২৫ বছরের জন্য বুক্ড হয়ে গিয়েছে। এর মধ্যে আবার বাড়াতে হবে? এ সময়টাতে নারীরা উইম্যান ইমপাওয়ারমেন্টে অনেক এগিয়ে যাবে। নারীদের পজিশন আপগ্রেডেড হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘এখন নারীরা অনেক মনোনয়ন পাচ্ছেন। সংরক্ষিত ছাড়াও যে জায়গায়ই নারীরা মনোনয়ন চাচ্ছেন আমাদের নেত্রী তাদের সিলেক্ট করছেন। এমন কি যদি তার জনপ্রিয়তার রেট সেখানে কমও থাকে। এটা আমরা ইউনিয়ন পরিষদেও করেছি। উপজেলা গুলোতে আমরা খুঁজে নিচ্ছি কোথায় কোথায় নারীরা আছে।’

উল্লেখ্য, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে আওয়ামী লীগ পেয়েছে ৪৩টি আসন,জাতীয় পার্টি ৪টি বিএনপি ১টি,ওয়ার্কার্স পার্টিসহ স্বতন্ত্র ২টি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন বেলা সাড়ে তিনটার কিছু পর ইসিতে আসেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের ৪৩ জন সংরক্ষিত নারী এমপিদের যাবতীয় তথ্য তিনি তুলে দেন রিটানিং অফিসারের হাতে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here