নির্বাচনী সহিংসতায় ২শত জনের বিরোদ্ধে পুলিশের এসল্ট মামলা দায়ের

0
449

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে উপ-নির্বাচন চলাকালে আ,লীগ প্রার্থী,স্বতন্ত্র প্রার্থী সমর্থক ও পুলিশের মধ্যে সংর্ঘষে ঘটনায় ২শত জনের বিরোদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। গত শুক্রবার রাতে রিগেন,নাঈম ও রাজিব সহ ১২জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ২শত জনের বিরোদ্ধে দায়ের করা হয়েছে। একাধিক সূত্রে জানাযায়,এ মামলার আসামী সকলেই স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদিনের সমর্থক। মামলা দায়ের পর এপর্যন্ত কাউকে পুলিশ গ্রেফতার করে নি। সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান,সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার সুনামগঞ্জ পৌরসভায় উপ-নির্বাচনে শহরের উত্তর আরফিন নগড় পৌর প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন চলাকালে সরকার দলীয় প্রার্থী নাদের বখত ও স্বতন্ত্র প্রার্থী গনিউল সালাদিনের সমর্থক এবং পুলিশের সাথে ঘন্টা ব্যাপী সংর্ঘষ হয় এতে পুলিশ সহ ১৫জনের অধিক আহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here