নিরাপত্তা নিশ্চিত করেই বেগম জিয়াকে বিএসএমএমইউ রাখা হয়েছে

0
290

খবর৭১ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রাখা হয়েছে।’ শনিবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি গ্রহণ উপলক্ষে দলের সম্পাদক মণ্ডলী ও কার্যনির্বাহী সংসদের সদস্যদের এক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রশাসনিক ভবনের তৃতীয় তলা থেকে পেট্রোল বোমা উদ্ধারের পর সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। এ বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে সরকার যথেষ্ঠ সচেতন রয়েছে। তার নিরাপত্তা নিয়ে বিষোধগার করে বিএনপি তাদের নেতা-কর্মীদের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তাদের হাতে রাজনৈতিক কোন ইস্যু না থাকায় তারা এসব কথা বলছে। যার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই।’

একই সঙ্গে বিএনপির সব অভিযোগ প্রত্যাখ্যান করে তিনি জানান, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা সতর্ক আছি, তবে শংকিত নই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here