নিখোঁজ ২০০ সেনার দেহাবশেষ ফেরত পেল যুক্তরাষ্ট্র

0
237

খবর ৭১ঃকোরীয় যুদ্ধের সময় নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রের ২০০ সেনার দেহাবশেষ বুধবার উত্তর কোরিয়া ফেরত দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে মার্কিন সামরিক কর্তৃপক্ষ বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

ট্রাম্প বলেন, আমরা আমাদের মহান বীরদের ফেরত পেয়েছি। আমরা এরই মধ্যে ২০০ সেনার দেহাবশেষ ফেরত পেয়েছি। মিনোসোটাতে এক জনসমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এসব কথা বলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছিলেন, উত্তর কোরিয়া বেশকিছু সেনার দেহাবশেষ আগামী কয়েক দিনের মধ্যে হস্তান্তর করবে।

এসব দেহাবশেষ দক্ষিণ কোরিয়ায় মোতায়েন জাতিসংঘ কমান্ডের কাছে দেয়া হবে তারপর সেখান থেকে হাওয়াই দ্বীপের মার্কিন হিকাম বিমানঘাঁটিতে নেয়া হবে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সিঙ্গাপুরে বৈঠক করেন।

পরে তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত দিতে রাজি হয়েছেন কিম।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুসারে, ১৯৫০ দশকের কোরীয় যুদ্ধে ৩৬ হাজার ৫০০ মার্কিন সেনা নিহত হয়েছিল।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here