নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন

0
291

খবর৭১:নিউ ইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশে ফিরেই তিনি সংসদ পরিচালনায় অংশ নেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন ফর স্যোশাল ডেভোলপমেন্ট’-এর ৫৬তম অধিবেশন উপলক্ষে বয়স্ক জনগোষ্ঠীর জন্য ২০০২ সালে গৃহীত মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্ল্যান অব অ্যাকশান এর তৃতীয় রিভিউ ও এ্যাপরাইজালের আঞ্চলিক ফলাফলের ওপর গস্নোবাল রিভিউ সংক্রান্ত উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় অংশগ্রহণের জন্য তিনি নিউ ইয়র্ক গিয়েছিলেন। উচ্চ পর্যায়ের এই আলোচনা সভায় তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করেন।

সফরকালে তিনি জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিভাগের (ডেসা) আন্ডার সেক্রেটারি জেনারেল জেনমিন লিউ’র সঙ্গে বৈঠক করেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here