নিউজিল্যান্ড সফর : আজ যাচ্ছে প্রথম দল

0
364

খবর৭১ঃবিপিএল শেষ না হতেই নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ওয়ানডে দলের বেশ কয়েকজন ক্রিকেটার। বাংলাদেশ দল প্রথমভাগে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড রওনা হবে।

আগেই নির্ধারিত ছিল নিউজিল্যান্ড সফরে দুই ভাগে পাঠানো হবে দল। বিপিএল ফাইনাল হওয়ার পর শনিবার দ্বিতীয় শেষ ভাগে যাবেন মাশরাফি মুর্তজারা। দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট আজ যাচ্ছেন।

প্রথমভাগে যাচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাঈম হাসানরা। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাঈফউদ্দিনরা যাবেন শনিবার।

তাসকিনের পরিবর্তে ওয়ানডে ও টেস্ট দলে সুযোগ পেয়েছেন যথাক্রমে শফিউল ইসলাম ও ইবাদত হোসেন। নেপিয়ারে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে। ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ এবং ২০ ফেব্রুয়ারি ডানেডিনে শেষ দুটি ওয়ানডে।

নিউজিল্যান্ডে বাংলাদেশ

১৩ ফেব্রুয়ারি : প্রথম ওডিআই (নেপিয়ার)

১৬ ফেব্রুয়ারি : দ্বিতীয় ওডিআই (ক্রাইস্টচার্চ)

২০ ফেব্রুয়ারি : তৃতীয় ওডিআই (ডানেডিন)

২৮ ফেব্রু-৪ মার্চ : প্রথম টেস্ট (হ্যামিল্টন)

৮-১২ মার্চ : দ্বিতীয় টেস্ট (ওয়েলিংটন)

১৬-২০ মার্চ : তৃতীয় টেস্ট (ক্রাইস্টচার্চ)
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here