নিউজিল্যান্ডে হামলায় দুই বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

0
212

খবর ৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় মোট ১০ বাংলাদেশি হতাহত হয়েছেন। এর মধ্যে দু’জন নিহত, পাঁচজন আহত আর তিনজন নিখোঁজ রয়েছেন। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। নিহত, আহত ও নিখোঁজদের নামও জানান তিনি। আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিস) অডিটরিয়ামে এক সেমিনারে তিনি এ তথ্য জানান। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) ২১ তম বার্ষিকী উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এর আগে গণমাধ্যমে খবর প্রকাশ হয় এ ঘটনায় তিন বাংলাদেশি নিহত হন।

প্রতিমন্ত্রী জানান, তিনজন নয়, দু’জন বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন, স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুস সামাদ ও হোসনে আরা ফরিদ (গৃহিণী)।

তিনি বলেন, আবদুস সামাদের স্ত্রী সানজিদা আকতার নিখোঁজ ছিলেন। পরে জানা গেছে, তিনি জীবিত আছেন।

প্রতিমন্ত্রী জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত দু’জন হলেন- লিপি ও মুমতাসিন। হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক। নিখোঁজ তিনজন হলেন- মোজাম্মেল হক, জাকারিয়া ও শাওন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here