নিউজিল্যান্ডের মন্ত্রিসভা অস্ত্র আইন সংস্কারে সম্মত

0
493

খবর ৭১ঃ নিউজিল্যান্ডের অস্ত্র আইন সংস্কারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করেছে দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের অস্ত্র আইনে দ্রুত সংস্কার আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা।

১৮ মার্চ, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন।

প্রধানমন্ত্রী জানান, অস্ত্র আইন সংস্কারে সম্মত হয়েছে নিউজিল্যান্ডের মন্ত্রিসভা। অস্ত্র আইন সংস্কারের পুরো প্রক্রিয়া ২৫ মার্চের মধ্যে শেষ হবে। এ বিষয়ে মন্ত্রিসভা ঐক্যবদ্ধ বলেও জানান তিনি।

ওই খ্রিষ্টান সন্ত্রাসী যে ধরনের সেমি অটোমেটিক অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল সে ধরনের অস্ত্রের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউজিল্যান্ড পুলিশ অ্যাসোসিয়েশন।

প্রসঙ্গত, গত শুক্রবার ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলা চালায় টারান্ট নামে এক ব্যক্তি। পরে কাছাকাছি লিনউড মসজিদে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। দুই মসজিদে হামলায় নিহত হয় ৫০ জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪০ জন। নিহতদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। অল্পের জন্য ওই হামলা থেকে বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here